জরুরী নোটিশঃ
1ওয়েব পেজ ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট {HTML, CSS, PHP, MYSQL, JAVASCRIPT, WORDPRESS, SEO ETC AND MORE} ১.কম্পিউটার অফিস প্রোগ্রাম (৩/৬মাস), ২.ডাটাবেস প্রোগ্রামিং(৩/৬মাস), ৩.গ্রাফিক্স ডিজাইন(৩/৬মাস), ৪.হার্ডওয়্যার ইঞ্জিঃ(৩/৬মাস), ৫.অটোক্যাড (৩/৬মাস), ৬. সেক্রেটারিয়েল সায়েন্স(শর্টহ্যান্ড) (৩/৬মাস), ৭. ইলেকট্রিক্যাল, ৮. ইলেকট্রনিক্স ৯.মেকানিক্যাল, ১০. ফ্রিজ এন্ড এসি, ১১,মোবাইল সার্ভিসিং, ১২, সার্ভেয়ার(ভূমি জরিপ)১৩, সেলাই কাটিং, ১৪ কারচুপি, ১৫. পোল্ট্রি ১৬ ডেইরি, ১৭. মৎস ১৮. মাশরুম ১৯. স্পোকেন ইংলিশ ইত্যাদি। ১.কম্পিউটার অফিস এপ্লিকেশন (৩/৬মাস), ২.ডাটাবেসপ্রোগ্রামিং(৩/৬মাস), ৩.গ্রাফিক্স ডিজাইন+আউটসোসিং (৩/৬মাস), ৪.হার্ডওয়্যার ইঞ্জিঃ(৩/৬মাস), ৫.অটোক্যাড (৩/৬মাস), ৬.সেক্রেটারিয়েল সায়েন্স(শর্টহ্যান্ড) (৩/৬মাস),শিক্ষক নিবন্ধনের জন্য 1 বছর মেয়াদী কম্পিউটার কোর্স
আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২০
আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২০
এস এল এ মানবাধিকার সংস্থা কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সাভারে নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিবসটি পালিত হয়। প্রথমে সাভার বাসস্ট্যান্ড রানা প্লাজার সামনে থেকে রেলি শুরু হয়, র্যালিটি সাভার বাজার বাসস্ট্যান্ড হইতে পৌর অডিটরিয়াম পর্যন্ত প্রদক্ষিণ করেন। তারপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাক্তার সায়েমুল হুদা ও সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এ এফ এম সায়েদ পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পৌর অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ডাক্তার জনাব সায়েমুল হুদা বলেন উক্ত সংস্থার যাবতীয় কার্যক্রমমে আমি খুবই সন্তুষ্ট কারণ আপনারা একজন সাংগঠনিক লোক সাংগঠনিক কাজে আমি আপনাদের যাবতীয় সহযোগিতা করব আপনারা যদি কোথাও কোন মেডিকেল ক্যাম্পের কোন দায়িত্ব, স্বাস্থ্য বিভাগে কোন সমস্যা মনে করেন তাহলে আমাকে স্মরণ করবেন আমি যাবতীয় সহযোগিতা করব। বিশেষ অতিথি হিসাবে অফিসার ইনচার্জ এ এফ এম সাইদ বলেন আপনাদের সুসংগঠিত কাজে আমি অত্যান্ত খুশি হলাম।আপনাদের সাথে আমি থাকবো আপনাদের যদি কোন সহযোগিতা করা দরকার আমি করব আপনারা আপনাদের বৈধভাবে সকল কার্যক্রম চালিয়ে যান।। সভাপতি হিসেবে উক্ত সংস্থার চেয়ারম্যান জনাব মোঃ জে এইচ রানা বলেন, সমাজে কার্যক্রম করতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে তা অতিক্রম করে কাজকে এগিয়ে যেতে হবে। সমাজে কেউ কখনো খারাপ হয়ে জন্ম গ্রহণ করেননি, পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করে মানুষ খারাপ হয়। আমাদের সংস্থার নিয়ম অনুযায়ী আমরা চেষ্টা করব তাদেরকে ভালো পথে আনার জন্য। আইনের সহযোগিতা দেওয়ার জন্য। দেশের অস্থিতিশীল বিরাজমান যেকোনো কিছুতে আমাদের সহকর্মীবৃন্দ কাজ করে যাবে। আপনারা আমাদের পাশে আছেন, থাকবেন। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংস্থার পরিচালক বৃন্দ এবং নাহিদ ইমতিয়াজ ও মিম খান এর সঞ্চালনায় অনুষ্ঠানটি সমাপ্তি ঘটে।।