জরুরী নোটিশঃ
1ওয়েব পেজ ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট {HTML, CSS, PHP, MYSQL, JAVASCRIPT, WORDPRESS, SEO ETC AND MORE} ১.কম্পিউটার অফিস প্রোগ্রাম (৩/৬মাস), ২.ডাটাবেস প্রোগ্রামিং(৩/৬মাস), ৩.গ্রাফিক্স ডিজাইন(৩/৬মাস), ৪.হার্ডওয়্যার ইঞ্জিঃ(৩/৬মাস), ৫.অটোক্যাড (৩/৬মাস), ৬. সেক্রেটারিয়েল সায়েন্স(শর্টহ্যান্ড) (৩/৬মাস), ৭. ইলেকট্রিক্যাল, ৮. ইলেকট্রনিক্স ৯.মেকানিক্যাল, ১০. ফ্রিজ এন্ড এসি, ১১,মোবাইল সার্ভিসিং, ১২, সার্ভেয়ার(ভূমি জরিপ)১৩, সেলাই কাটিং, ১৪ কারচুপি, ১৫. পোল্ট্রি ১৬ ডেইরি, ১৭. মৎস ১৮. মাশরুম ১৯. স্পোকেন ইংলিশ ইত্যাদি। ১.কম্পিউটার অফিস এপ্লিকেশন (৩/৬মাস), ২.ডাটাবেসপ্রোগ্রামিং(৩/৬মাস), ৩.গ্রাফিক্স ডিজাইন+আউটসোসিং (৩/৬মাস), ৪.হার্ডওয়্যার ইঞ্জিঃ(৩/৬মাস), ৫.অটোক্যাড (৩/৬মাস), ৬.সেক্রেটারিয়েল সায়েন্স(শর্টহ্যান্ড) (৩/৬মাস),শিক্ষক নিবন্ধনের জন্য 1 বছর মেয়াদী কম্পিউটার কোর্স
সাম্প্রতিক খবর

সাভারে সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মে) সাভারের রাজাসন এলাকায় সংগঠনটির প্রধান কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

রাজনীতিবিদ, আলেম-ওলামা, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীদের সম্মানে এ ইফতার মাহফিলে অংশ নেন বিশিষ্টজনেরা।

সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান মোঃ জে এইচ রানা ও সাধারণ সম্পাদক ইঞ্জি: অনিকুল ইসলাম শাওন এর আমন্ত্রণে সাভার মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মোঃ আল আমিন তালুকদার, সাভার ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মামুন, এ টি এন বাংলার সিনিয়র সাংবাদিক শেখ আবুল বাশার, এডভোকেট মোঃ আলমগীর বাদশা,এডভোকেট মারুফ বিল্লাহ, ব্যাংক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সাভার মডেল থানার উপ -পরিদর্শক সৈকত আলী সহ সংগঠনের সদস্যরা স্বাস্থ্য বিধি মেনে এ ইফতার মাহফিলে অংশ নেয়।

ইফতারের আগে জয়নাল আবেদীনের পরিচালনায় মহামারিমুক্ত পৃথিবী এবং বাংলাদেশের সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।